সাবধান !! দেখে নিন আপনার NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। না দেখলে চরম মিস।
সাবধান !! দেখে নিন আপনার NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। না দেখলে চরম মিস।
এই নোটিশটি শুধু মাত্র আপনাদের উপকারের সার্থ বিবেচনা করে করা। কোনো কিছু জানার থাকলে মন্তব্য করতে পারেন। এটা কোনো প্রশ্ন না যে আপনি তার উত্তর দেবেন। এই টিউনটি শুধু আপনাদের জানানোর ও বোঝানোর সুবিধার্থে করলাম।
যারা এক বা একাধিক সিম ব্যবহার করেন তারা হয়তো কেউ কেউ জানেনই না যে কোন কোন সিম গুলো রেজিস্ট্রেশন করেছেন কোন NID কার্ড দিয়ে।
যারা জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানেন না তাদের জন্য↓
গ্রামীণফোনঃ আপনার গ্রামীণফোন সিমে জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা কোন NID দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে → মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন "info" আর পাঠিয়ে দিন 4949 নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই তারা আপনকে মেসেজের মধ্যে জানিয়ে দিবে।
বাংলালিংকঃ আপনার বাংলালিংক সিমে জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা কোন NID দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে ডায়েল করুন- *1600*2#. কিছুক্ষণের মধ্যেই তারা আপনকে মেসেজের মধ্যে জানিয়ে দিবে।
এয়ারর্টেলঃ আপনার এয়ার্টেল সিমে জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা কোন NID দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে ডায়েল করুন- *121*4444#. কিছুক্ষণের মধ্যেই তারা আপনকে মেসেজের মধ্যে জানিয়ে দিবে।
রবিঃ আপনার রবি সিমে জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা কোন NID দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে ডায়েল করুন- *1600*3#. কিছুক্ষণের মধ্যেই তারা আপনকে মেসেজের মধ্যে জানিয়ে দিবে।
টেলিটকঃ আপনার গ্রামীণফোন সিমে জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা কোন NID দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে → মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন "info" আর পাঠিয়ে দিন 1600 নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই তারা আপনকে মেসেজের মধ্যে জানিয়ে দিবে।
সিটিসেলঃ কাস্টমার কেয়ার নিজ জেলায় খুঁজে না পাওয়ায় জানা নেই। তবে অনুসন্ধানের কাজ চলছে, বিস্ময়ের সাথেই থাকুন......
[বি.দ্রঃ আপনার রেজিস্ট্রেশনকৃত সিমটি যদি ৬মাসের বেশি বন্ধ করে রাখেন। সে ক্ষেত্রে আপনার সিমটি, সিম অপারেটর থেকেই বন্ধ করে দেওয়া হবে। তখন, সকল সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সিমটি চালু করতে চাইলে নিকটস্থ সিম কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।]
ধন্যবাদ....
No comments
আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ